শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা প্রতিযোগিতা নয়, বরং “অসম প্রতিদ্বন্দ্বিতা” হবে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ছাত্রদল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাখা ছাত্রদল নেতা নাঈম সরকার। তিনি বলেন, ক্যাম্পাসে যেসব সংগঠন প্রশাসনের ছায়ায় কিংবা গোপনে কার্যক্রম চালিয়েছে, তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবে। ফলে প্রতিযোগিতার পরিবেশ নয়, বরং অসম প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। গণতন্ত্রের সৌন্দর্য হলো সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তে কিছু নির্দিষ্ট পক্ষের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেন, ক্যাম্পাসে বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। দীর্ঘ...