
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা। বিগত বিসিএস পরীক্ষাগুলোর মধ্যে এবারই প্রার্থীরা লিখিত প্রস্তুতির জন্য সবচেয়ে কম সময় পেতে যাচ্ছেন। স্বল্প সময়ে লিখিত প্রস্তুতি গুছিয়ে নেওয়ার কৌশলগুলো জানাচ্ছেন ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত নাঈম আকবর প্রসূন। পিএসসির রোডম্যাপ অনুযায়ী নভেম্বর মাসেই ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। তিন ধাপের বিসিএস পরীক্ষার মধ্যে লিখিত পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ; কারণ এখানে সিলেবাস ব্যাপক এবং নম্বর বেশি। তবে এবারের পরিস্থিতি আলাদা; প্রার্থীদের হাতে প্রস্তুতির সময় আগের তুলনায় কম। তাই সময় ব্যবস্থাপনা ও কৌশল জরুরি; শুধু পরিশ্রম নয়, নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে কাজ করতে হবে। ইংরেজি: অনেক প্রার্থীই এটাকে সবচেয়ে কঠিন মনে করেন। এই বিষয়টি মোট ২০০ নম্বরে দুই ভাগে বিভক্ত। প্রথম অংশে (কম্প্রিহেনশন, ব্যাকরণ,...