পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ছাত্রনেতার নাম মো. জোবায়েদ হোসেন (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। রোববার রাতে আরমানিটোলার মাহুতটুলিতে পানির পাম্প গলির নূর বক্স লেনের একটি ভবনের সিঁড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সেটি মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল) মর্গে পাঠানো হয়। পুলিশ ও সহপাঠীদের তথ্যমতে, জোবায়েদ ওই এলাকার একটি বাসায় উচ্চমাধ্যমিক পড়ুয়া এক তরুণীকে নিয়মিত প্রাইভেট পড়াতেন। রোববার সন্ধ্যায়ও তিনি স্বাভাবিকভাবে পড়াতে যান। পরে রাত ৯টার পর স্থানীয় লোকজন ভবনের তৃতীয় তলার সিঁড়িতে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। জোবায়েদের গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তার গায়ে জগন্নাথ...