বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জলিরপাড় বঙ্গরত্ন কলেজের গভর্নিং বডির সভাপতি সেলিমুজ্জামান সেলিম বলেছেন, স্কুল-কলেজ এখন আর ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। এগুলো আর ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে দেওয়া হবে না।রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড় বঙ্গরত্ন কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সেলিমুজ্জামান বলেন, জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গরত্ন কলেজের অধ্যক্ষ সামির কান্তি শাখারী। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন, সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক আনিসুজ্জামান মোল্লা, প্রভাষক আজাদ আলী শিকদার, প্রভাষক আসাদুজ্জামান টিটোসহ অন্য অন্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন হবে : এসএম জাহাঙ্গীরসেলিমুজ্জামান...