আনুষ্ঠানিকভাবে সম্প্রতি যাত্রা করা অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’ এর এক কর্মীর মৃত্যু ঘিরে সোশাল মিডিয়ায় শোরগোলের মধ্যে কয়েকটি প্রশ্ন জানতে চেয়ে প্রতিষ্ঠানটির সম্পাদকের কাছে চিঠি লিখেছেন পাঁচ বিশিষ্ট নারী। ঢাকা স্টিমের একজন শীর্ষ কর্তা আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেওয়ার পর সংস্থাটি কী পদক্ষেপ নিয়েছে আর বিবৃতি দিয়ে তারা কী দাবি করেছে এসব বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে। ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদের বরাবর লেখা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন অধ্যাপক রেহনুমা আহমেদ, অধ্যাপক গীতিআরা নাসরীন, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, গবেষক ও অ্যাক্টিভিস্ট সায়দিয়া গুলরুখ ও ঢাকা বিশ্বদ্যিালয়ের শিক্ষক সামিনা লুৎফা। চিঠিতে নিজেদের নারী আন্দোলন কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন তারা এবং চিঠিটি নিজেরা সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃতদেহ শনিবার রাতে...