বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী সংগীতানুষ্ঠান। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ শিরোনামের ওই অনুষ্ঠান থেকে সারাদেশে বাউল-ফকিরদের ওপর আক্রমণের প্রতিবাদ জানানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত ত্রৈমাসিক পত্রিকা ‘সাইরেন’ আয়োজিত অনুষ্ঠানের অন্যতম বিষয়বস্তু ছিল- ‘সারাদেশে বাউল ও ফকিরদের ওপর সহিংসতা, জোর করে চুল কেটে দেওয়া, ভিন্নমতের ওপর আক্রমণ ও মাজার-দরবার ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদ।’ সাংস্কৃতিক সংগঠন ‘কোরাস'’র গানের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গান পরিবেশন করেন আনান বাউল, ইন্দ্রানী সোমা, অরূপ রাহী, আকাশ গায়েন, সুখলাল রায়, ঐক্য জিৎ, লাউ...