এ দেশ ষড়ঋতুর দেশ। একেক ঋতুতে আবহাওয়া একেক রকম। আর সে জন্য প্রতিটি ঋতুতে জীবনযাপনের ধরনও অনেকক্ষেত্রে আলাদা হয়ে থাকে। আমাদের পোশাক থেকে শুরু করে খাদ্যাভ্যাস এবং ত্বকের যত্নের রুটিন—সব কিছুই বদলে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সুগন্ধিও আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিলে ভালো হয়? এসব কথা খুব বেশি মানুষের মাথায় আসে না। সাধারণত সুগন্ধির জন্য পারফিউম বা সুগন্ধি ব্যবহার করা হয়ে থাকে। আর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের গঠন, রসায়ন, প্রকৃতি এবং ঘামের ধরণও বদলে যায়। যা সরাসরি সুগন্ধিতে অনেকক্ষণ একইরকম থাকতে বাধা দেয়। গ্রীষ্মকালে হালকা, তাজা ও সাইট্রাস-ভিত্তিক সুগন্ধি অনেকেই ব্যবহার করেন। কড়া বা কস্তুরী সুগন্ধি শীতকালে বেশি স্থায়ী হয়। এই কারণেই অনেক বড় সুগন্ধির ব্র্যান্ড তাদের সংগ্রহে সিজনাল সুগন্ধি যোগ করছে। চলুন জেনে...