ক্যারিয়ারের ২৭ বছর পাড়ি দিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দিলারা হানিফ রিতা ওরফে পূর্ণিমা। দেশীয় চলচ্চিত্রে যখন এক ধরনের অন্ধকার বিরাজ করতে থাকে, ঠিক ওই সময়েই নিজের নামের মতোই সিনেমার আকাশে উজ্জ্বল আলো ছড়ান এই হাস্যোজ্জ্বল অভিনেত্রী। বর্তমানে অবশ্য অভিনয় ও মডেলিং থেকে অনেকটা দূরে গেলেও স্বামী-সন্তান আর সংসারেই মনোনিবেশ করেছেন। তবে অভিনয় থেকে দূরে সরে থাকলেও কিংবা রুপালি পর্দায় তার দেখা না মিললেও চলচ্চিত্রের আকাশে আজীবন তারকা হয়েই জ্বলবেন পূর্ণিমা। লাইট-ক্যামেরা ও অ্যাকশনের আলোকময় জগৎ থেকে নিজেকে সরিয়ে রাখলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব পূর্ণিমা। বিশেষ করে ফেসবুকে তার নতুন ছবি পোস্ট করা মানেই নায়িকার সৌন্দর্যে ভক্তদের হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা ব্যতিক্রম কোনো কথা শেয়ার করতে দেখা যায় না এই নায়িকাকে। এবার ছবি পোস্ট...