জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। রোববার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিল শুরু হয়ে দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। মিছিলে নেতাকর্মীরা ‘বিচার বিচার বিচার চাই, জুবায়েদ হত্যার বিচার চাই’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’, ‘জুবায়েদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেব না’, ‘জগন্নাথে লাশ পড়ে, ইন্টেরিম কী করে?’ ইত্যাদি স্লোগান দেন। মিছিল শেষে কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাঈদুল ইসলাম শাওন বলেন, আমরা কি এমন একটি দেশের চিন্তা করেছিলাম, এমন একটি দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিলাম? একটি বাসযোগ্য...