সিলেট বিভাগে মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে মির্জা ফখরুলের বৈঠক আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট বিভাগের বিভিন্ন আসনে মনোনয়নপ্রত্যাশীরা। রোববার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তারা। বৈঠকে বিভাগের ১৯টি আসনে মনোনয়নপ্রত্যাশী শতাধিক নেতা অংশ নেন। পৃথকভাবে জেলাভিত্তিক মনোনয়নপ্রত্যাশীদের মতামত নেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি ভেদাভেদ ভুলে দলের একক প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দেন। এছাড়া মনোনয়ন ইস্যুতে বিএনপির অবস্থান ও নির্দেশনা জানানো হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ যুগান্তরকে বলেন, ‘১৯টি আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মহাসচিবের মতবিনিময় হয়েছে। প্রতিটি আসনে আমাদের একাধিক মনোনয়নপ্রত্যাশী আছেন।...