
আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো আদর্শ চর্চা করতে পারেন। শিবিরের পক্ষ থেকে কখনো কাউকে কিছু চাপিয়ে দেওয়া হয় না বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সরকারি বরিশাল বজ্রমোহন (বিএম) কলেজ শাখা শিবিরের আয়োজনে রবিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম আরও বলেছেন, আমাদের ভালো লাগলে গ্রহণ করবেন-ভালো না লাগলে গ্রহণ করবেন না। আদর্শ নিয়ে জোরজবরদস্তি, চেতনার চাপাচাপির যে রাজনীতি অতীতে হয়েছিল, তা আর বাংলাদেশে হবে না। বিএম কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি শাহেদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাহিদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম ও কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুন-অর রশীদ রাফি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক...