দেশের সাইবার নিরাপত্তা খাতকে রূপান্তরিত করার এক অগ্রণী উদ্যোগ ‘সিকিউরনেট বিডি’ চালু করতে যাচ্ছে টিম ফিনিক্স গ্রুপ। এই উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী এক হাজারের বেশি ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হবে।প্রতিষ্ঠানটি জানিয়েছে, এপনিক ফাউন্ডেশনের আইএসআইএফ এশিয়া প্রোগ্রামের মর্যাদাপূর্ণ অনুদান অর্জনের মাধ্যমে দেশের সাইবার নিরাপত্তা খাতে এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে টিম ফিনিক্স গ্রুপ। এই অনুদানের সহায়তায় ‘সিকিউরনেট বিডি’ চালু করতে যাচ্ছে।এই প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মতো গড়ে উঠবে সাইবার সিকিউরিটি সেন্টার অব এক্সিলেন্স এবং কমিউনিটি-নির্ভর সিকিউরিটি অপারেশনস সেন্টার বা কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম, যা হবে দেশের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।বাংলাদেশে দ্রুত ডিজিটাল রূপান্তরের সঙ্গে সঙ্গে সাইবার হামলা এবং অনলাইন নিরাপত্তা হুমকির সংখ্যা ও জটিলতা অভূতপূর্ব হারে বাড়ছে। বিশেষত বড় শহরের বাইরে থাকা প্রতিষ্ঠান, এনজিও এবং কমিউনিটিগুলোতে নিরাপত্তা অবকাঠামো বা...