
ঢাকা: বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পর দলের পক্ষ থেকে তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেলে এ ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দেন, যেখানে তিনি ঘটনার তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার কথা জানান। তবে এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি মিডিয়া সেল। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দলের সঙ্গে সংবাদজগত, সাংবাদিক ও মিডিয়ার সম্পর্ক অবিচ্ছেদ্য। মতাদর্শগত বিভেদের ঊর্ধ্বে এই সম্পর্ক বিশ্বাস ও পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। বিএনপি এই সম্পর্কের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল। বিজ্ঞপ্তিতে আরও...