
বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন।রোববার (১৯ অক্টোবর) ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত থানা মহিলা দলের উদ্যোগে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, ৫০ শতাংশ জনগোষ্ঠী নারী হওয়া সত্ত্বেও এদেশে নারীরা অবহেলিত। আপনাদের ভোটে বিএনপি আগামীতে সরকার গঠন করলে ও তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে নারীদের মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলক্ষেত থানা মহিলা দলের আহবায়ক সূচনা আক্তার। এবং প্রধান বক্তা ছিলেন খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক হাজী এস এম ফজলুল হক। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন খিলক্ষেত থানা মহিলা দলের সদস্য সচিব সুফিয়া খাতুন সূচী।বিএনপি ক্ষমতায় এলে সব দুঃশাসনের কবর দেওয়া হবে : জুয়েলঅন্যান্যদের মধ্যে আরও উপস্থিত...