বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সাংবাদিকের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় সোশাল মিডিয়াসহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির মিডিয়া সেল।রোববার (১৯ অক্টোবর) রাতে নিজেদের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।পোস্টে বিএনপির মিডিয়া সেল জানায়, রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জাহিদুল ইসলামের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনা সম্পর্কে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা প্রদান করে ইতোমধ্যেই বিবৃতি প্রদান করেছেন। এরপরও সোশাল মিডিয়াসহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে।এতে বলা হয়, এই বিষয়ে দলের অবস্থান সুস্পষ্ট- রাজনৈতিক দলের সঙ্গে সংবাদ জগত, সাংবাদিক ও মিডিয়ার সম্পর্ক...