আউটসাইডার আর্টিস্টরা প্রায়ই সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন শিল্পী, যারা কোনো খ্যাতি বা স্বীকৃতির তোয়াক্কা না করে শুধু এক তীব্র অভ্যন্তরীণ তাড়না থেকে সৃষ্টি করে যান কালোত্তীর্ণ শিল্পকর্ম। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব ‘আউটসাইডার আর্টিস্ট’ (Outsider Artist) ধারণাটি আধুনিক শিল্পকলার এক ভিন্ন অধ্যায় উন্মোচন করে। এরা সেসব স্রষ্টা, যারা প্রথাগত শিল্পশিক্ষা, সমালোচকের বাহবা বা বাজারের চাহিদাকে সম্পূর্ণ উপেক্ষা করে শুধু এক গভীর ভেতরের তাগিদ থেকে শিল্প সৃষ্টি করে চলেন। এদের শিল্পকর্ম প্রায়ই মূলধারার শিল্পজগৎ, অর্থাৎ ‘ইনসাইডার’দের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকে। ফলস্বরূপ, এদের জীবদ্দশায় খ্যাতি, স্বীকৃতি বা আর্থিক সাফল্য, কোনো কিছুই জোটে না। এই স্বতন্ত্র শিল্পীরা প্রায়ই হন সমাজের প্রান্তিক মানুষ, মানসিকভাবে অসুস্থ অথবা নিছকই সমাজের মূল স্রোত থেকে স্বেচ্ছায় বা অনিচ্ছায় বিচ্ছিন্ন। আমি দুঃখিত যে, আগের লেখায় তথ্যের পুনরাবৃত্তি ঘটেছে।...