বর্তমান যুগে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। অফিসের কাজ থেকে শুরু করে ব্যক্তিগত আলাপ—সবকিছুতেই এখন নির্ভরতা এই অ্যাপের ওপর। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু ভুল আচরণ বা ব্যবহার হোয়াটসঅ্যাপ একাউন্ট বন্ধ হওয়া থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি বাড়াতে পারে। তাই নিচের ৮টি কাজ কখনোই হোয়াটসঅ্যাপে করা উচিত নয়। ভুল তথ্য বা গুজব ছড়ালে শুধু আইনগত ঝুঁকিই নয়, একাউন্টও স্থায়ীভাবে বন্ধ হতে পারে। অশ্লীল বা কপিরাইট লঙ্ঘনকারী ছবি, ভিডিও বা নথি পাঠানো হোয়াটসঅ্যাপের নীতিমালা অনুযায়ী কঠোরভাবে নিষিদ্ধ। অজানা লিংকে ক্লিক করলে ফোনে ম্যালওয়্যার ঢুকে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। GB WhatsApp বা Yo WhatsApp-এর মতো অননুমোদিত সংস্করণ ব্যবহার করলে একাউন্ট স্থায়ীভাবে ব্যান হতে পারে। একই বার্তা বারবার পাঠানো বা অপ্রয়োজনে গ্রুপে মেসেজ পাঠানো স্প্যাম হিসেবে গণ্য হয়। ব্যবহারকারীর সম্মতি...