২০ অক্টোবর ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১২:০৬ এএম ইসলামী বিধান মেনে চলার জন্য ২০১৯ সালে ঘোষণা দিয়ে অভিনয়কে বিদায় জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম। অভিনয় ছাড়ার পাঁচ বছর পরে বিয়ে করলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের মুহূর্তের দুটি ছবি পোস্ট করে ভক্তদের নিজেই এ সুখবর দিয়েছেন। ভারতের আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি আপলোড করেন জায়রা। একটি ছবিতে দেখা গেছে, বিয়ের কাবিননামায় স্বাক্ষর করছেন। মেহেদি রাঙা হাতের অনামিকায় বিয়ের হীরার আংটি। অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, পাত্রের সঙ্গে বিয়ের সাজে পূর্ণিমার চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তবে কাকে বিয়ে করেছেন, তা প্রকাশ করেননি। উল্লেখ্য, বলিউডে আমির খানের সঙ্গে কর্মজীবন শুরু করেছিলেন...