২০ অক্টোবর ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১২:০৬ এএম আগামী ২ নভেম্বর শাহরুখ খানের ৬০ তম জন্মদিন। তার জন্মদিনের আগেই ৩১ অক্টোবর থেকে ভারত জুড়ে চলবে শাহরুখ ম্যানিয়া! শুরু হবে কিং খান ¯েপশাল ফিল্ম ফেস্টিভ্যাল। তার ষাটতম জন্মদিনকে বিশেষ করে তুলতে এই উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স। জানা গেছে, শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে, যা চলবে দুই সপ্তাহ। ভারতের ৩০টি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট সিনেমা। এক্ষেত্রে শাহরুখের দর্শক-অনুরাগীরা সিনেমাহলে গিয়ে তার পুরনো সিনেমাগুলো দেখার সুযোগ পাবেন। উৎসবে দেখা যাবে কাভি হাঁ কাভি না, দিল সে, ম্যায় হু না, দেবদাস, ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস-এর মতো সিনেমাগুলো। প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার ৫ শতাংশ বেড়েছে, তবে ব্যয় কমেছে ১,০৫৭...