শীতকাল এলে কিংবা নিয়মিত যত্নের অভাবে অনেকেরই পায়ের গোড়ালি ফেটে যায়। এতে শুধু ব্যথা ও অস্বস্তিই নয়, নষ্ট হয় পায়ের সৌন্দর্যও। কারণ, ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। তাই পা ফাটা প্রতিরোধে নিয়মিত যত্ন নেওয়া জরুরি। ভাগ্যক্রমে, ঘরে থাকা কিছু সাধারণ উপাদান দিয়েই এই সমস্যা সহজে দূর করা সম্ভব। জেনে নিন ঘরোয়া কার্যকর উপায়টি— ১️.প্রথমে একটি বড় পাত্রে সহনীয় গরম পানি নিন।২️.এতে লবণ, প্রায় ১০ ফোঁটা লেবুর রস, ১ টেবিল চামচ গ্লিসারিন ও ১ চা চামচ গোলাপজল মিশিয়ে দিন।৩️. এরপর সেই পানিতে পা ডুবিয়ে রাখুন ১৫ মিনিট।৪️. তারপর পিউমিস স্টোন দিয়ে গোড়ালির ফাটা জায়গা হালকা করে ঘষে পরিষ্কার করুন।৫️.ঠাণ্ডা পানি দিয়ে পা ধুয়ে মুছে ফেলুন। এবার ১ টেবিল চামচ গ্লিসারিন, ১ চা চামচ গোলাপজল ও ২–৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন।...