অ্যানফিল্ড—যেখানে প্রায় এক দশক ধরে দুঃস্বপ্নে ভুগছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষবার ২০১৬ সালের জানুয়ারিতে তারা এখানে জয়ের স্বাদ পেয়েছিল। অবশেষে ২০২৫ সালের অক্টোবরে এসে, হ্যারি ম্যাগুয়ারের শেষ মুহূর্তের দুরন্ত হেডে লাল শিবিরে ফিরে এসেছে সেই হারানো গৌরব। ইউনাইটেডের ২-১ গোলের জয় শুধু ইতিহাস পুনরুদ্ধারই নয়, চার ম্যাচের টানা হারের ধাক্কা খাওয়া লিভারপুলের জন্য নতুন সতর্কবার্তাও।ম্যাচের শুরু থেকেই ছিল বিদ্যুতের ছোঁয়া। গত মৌসুমে ইংল্যান্ডের সবচেয়ে সফল দল হিসেবে ইউনাইটেডকে ছুঁয়ে ফেলা লিভারপুলের বিপক্ষে এই ম্যাচটি ছিল গৌরবের লড়াই। শুরুতেই ৬২ সেকেন্ডে গোল! আমাদ দিয়ালো দুর্দান্ত পাস দেন এমবেউমোকে, যিনি নিখুঁত ফিনিশে মাতিয়ে তোলেন অ্যানফিল্ড।এরপর ম্যাচে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে ম্যাকঅ্যালিস্টারকে আঘাত করার অভিযোগে ভ্যান ডাইককে নিয়ে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হন লিভারপুল কোচ আর্নে স্লট। ভিএআর সেই ঘটনাটি পর্যালোচনাই করল না, যা...