জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যায় ‘সন্দেহভাজন’ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তার ছাত্রীকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। রোববার রাত ১১টার পর পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেন থেকে ওই ছাত্রীকে থানায় নিয়ে যান পুলিশ সদস্যরা। এসময় পুলিশের লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, “তাকে (ওই ছাত্রীকে) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।” এর আগে যে ভবন থেকে জুবায়েদের লাশ উদ্ধার করা হয় সেটির পঞ্চম তলায় বসবাসকারী ওই ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে তাকেও প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রোববার সন্ধ্যায় ওই ভবনের তৃতীয় তলার সিঁড়ি থেকে জুবায়েদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ভবনের পাঁচ তলায় পরিবারের সঙ্গে থাকা ওই ছাত্রীকে গণিত ও বিজ্ঞান পড়াতেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র জুবায়েদ। এদিকে রাত ১১টা পর্যন্ত জুবায়েদের...