শিল্পী-বিজ্ঞানী-লেখক-গবেষক সময়ের জানালায় চোখ রেখে চিনতে চেয়েছেন, আমাদের পূর্বপুরুষ। কিন্তু হারানো সময়কে চেনার ‘চকমকি পাথর’ কি চাইলেই মেলে? কখনো আলতামিরার গুহার বাইসন, কখনো আদিম মানুষের অস্থিমজ্জা প্রতœতত্ত্ববিদরা সব কিছুর ভেতরেই খুঁজে বেড়ান, আদিম মানবের সুখ-দুঃখ-রোমাঞ্চ। সম্প্রতি সেই তালিকায় এসেছে, অস্ট্রেলিয়ার আদিম মানুষদের আঙুলের ছাপ! যে ছাপে অতীতের স্পর্শ একেবারে জ্যান্ত হয়ে দেখা দিচ্ছে। অস্ট্রেলিয়ার গুনাইকার্নাই কান্ট্রিতে অবস্থিত নিউ গিনি-২ গুহা। চুনাপাথরের ওই গুহায় আবিষ্কৃত হয়েছে আদিম মানুষের আঙুলের ছাপ। নরম, উজ্জ্বল গুহাগাত্রে যেখানে প্রাকৃতিক আলোর প্রবেশ নিষিদ্ধ, সেখানে এমন ছাপ দেখা গিয়েছে। প্রায় সাড়ে ৯০০’রও...