২০ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম নারী বিশ্বকাপের লিগ পর্বে এখনো ম্যাচ বাকি ৯টি। ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে দুই হেভিওয়েট দল- অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাকি রইল মাত্র দুটি জায়গা। সেই দুটি টিকিট পেতে অন্য ছয়টি দলও এখন জোর লড়াইয়ে। চলুন দেখে নেওয়া যাক, সেমিফাইনালে পৌঁছাতে এই ছয় দলের সামনে কী কঠিন সমীকরণ অপেক্ষা করছে-বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দারুন এক জয়ে মিশন শুরু করা বাংলাদেশ বাগে পেয়েও হারাতে পারেনি ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে। তবে তাতে সেমিফাইনালের আশা কিছুটা শঙ্কায় পড়ে গেলেও আছে। পরের দুই ম্যাচ শ্রীলঙ্কা (আজ) ও ভারতের (২৬ অক্টোবর) বিপক্ষে, দুটোই জিততে হবে। এরপর আশা করতে হবে, ইংল্যান্ড যেন ভারত ও নিউজিল্যান্ড- দুই দলকেই হারায়। যদি নিউজিল্যান্ড ভারতকে হারায় এবং...