২০ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে ১৬ জনের আগের স্কোয়াডে স্পিনার হিসেবে ছিলেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন। গতপরশু তিনজনই খেলেছেন সিরিজের প্রথম ম্যাচে। ৬ উইকেট নিয়ে ডানহাতি রিশাদ ছিলেন জয়ের নায়ক। ১০ ওভারে ¯্রফে ১৬ রান দিয়ে একটি উইকেট নেন অধিনায়ক মিরাজ। তবে তানভীর একটি উইকেট নিলেও উইকেট অনুযায়ী খুব ভালো বোলিং করতে পারেননি। মিরপুরে এদিন কালো রঙের মন্থর উইকেটের যে চিত্র দেখা গেছে, আরেকজন বাঁহাতি স্পিনারের প্রয়োজনীয়তা চোখে পড়ছিল খোলা চোখেই। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরাও সেটি হয়তো অনুধাবন করতে পেরেছেন। সেই উপলব্ধির প্রতিফলন, ওয়ানডে দলে নাসুম আহমেদ। তিন ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচের বাংলাদেশ দলে...