২০ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে স্বর্ণপদক এখনও বাংলাদেশের জন্য সোনার হরিণের মতো। দক্ষিণ এশিয়ান গেমস ছাড়া বড় কোনো আসরে সাফল্য খুবই সীমিত। তবুও প্রতি আসরে নতুন আশায় অংশ নেয় দেশের ক্রীড়াবিদরা। সেই ধারাবাহিকতায় এবারও বাহরাইনে অনুষ্ঠিতব্য এশিয়ান যুব গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। গেমসের ১৩টি ডিসিপ্লিনে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে বাংলাদেশ দলের ৮১ সদস্যের বিশাল বহর যাচ্ছে এবার বাহরাইনে। এশিয়ান যুব গেমসের এবারের আসরে বাংলাদেশের অংশ নেওয়া ডিসিপ্লিনগুলো হলো- অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল, সাইক্লিং, গলফ, জুডো, কাবাডি, সুইমিং, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভারোত্তোলন ও কুস্তি। আনুষ্ঠানিকভাবে গেমস শুরু হচ্ছে আগামী বুধবার। তবে কাবাডি ডিসিপ্লিনের খেলা দিয়ে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়ে গেছে গতকাল। আজ থেকে পর্যায়ক্রমে বাহরাইন যাবেন অন্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা। কাল বাংলাদেশ...