২০ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় মিরপুরস্থ জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ থেকে শুরু হচ্ছে ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। শেষ হবে ২৩ অক্টোবর। এবারের জাতীয় সাঁতারে বেড়েছে ইভেন্ট, বড় হয়েছে বাজেটও। প্রতিযোগিতায় প্রথমবারের মতো নারীদের জন্য ডাইভিং ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল বিকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। তিনি জানান, প্রতিযোগিতায় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, বিকেএসপি, সশস্ত্র বাহিনী, পুলিশ ও আনসারসহ ৬৭টি দল অংশ নিচ্ছে। দলগুলোর প্রায় ৫১৬ জন পুরুষ ও ৭৯ জন নারী সাঁতারু পুল মাতাবেন। সঙ্গে থাকবেন ১০৫ জন টিম অফিসিয়াল এবং ১২০ জন মিট অফিসিয়ালসহ মোট ৮১৬ জন।...