ইন্দোরে জমজমাট লড়াইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে চার রানের নাটকীয় জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।রোববার (১৯ অক্টোবর) নারী ক্রিকেট বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ৫০ ওভারে ২৮৮ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত একসময় ছিল প্রায় মজবুত অবস্থানে—২৩৪ রানে ৩ উইকেট, হাতে তখনও ৮ ওভার। ওপেনার স্মৃতি মান্ধানা খেলছিলেন দুর্দান্ত ৮৮ রানের ইনিংস। কিন্তু বাঁহাতি স্পিনার লিনসি স্মিথের বলে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি—এবং সেখানেই বদলে যায় ম্যাচের চিত্র।শেষদিকে দীপ্তি শর্মা চেষ্টা চালালেও প্রয়োজনীয় রান তোলার চাপ সামলাতে পারেননি ভারতীয় ব্যাটাররা। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার ছিল, কিন্তু ইংলিশ স্পিনার স্মিথ শান্ত থেকে সেই ওভার সামলে নেন। ভারত থামে ২৮৪ রানে, হাতে ছিল ছয় উইকেট।এদিকে ম্যাচের শুরুতে ইংল্যান্ডের ব্যাটিংয়ের মূল ভরসা ছিলেন সাবেক অধিনায়ক হিদার...