২০ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম মেজর লিগ সকারের এবারের মৌসুমের শেষ ম্যাচটা স্মরনীয় করে রাখলেন লিওনেল মেসি। শেষ ম্যাচে হ্যাটট্রিক করেই নিজের শ্রেষ্ঠত্বের জানান দিলেন আর্জেন্টাইন তারকা। নিশ্চিত করে ফেললেন গোল্ডেন বুট পুরস্কার জয় করাও। এই লিগের ইতিহাসে অনন্য এক কীর্তি গড়াও এখন বলা যায় তার জন্য ¯্রফে সময়ের ব্যাপার। লিগের নিয়মিত মৌসুমের শেষ দিনে বাংলাদেশ সময় গতকাল সকালে ন্যাশভিল এসসিকে তাদের মাঠেই ৫-২ গোলে হারায় ইন্টার মিয়ামি। তিন গোল করে ২৮ ম্যাচে ২৯ গোল নিয়ে নিয়মিত মৌসুম শেষ করলেন মেসি। গোলের তালিকায় তার ধারেকাছে নেই কেউ। ২৪ গোল করে যৌথভাবে দুইয়ে ন্যাশভিলের স্যাম সারিজ ও লস অ্যাঞ্জেলস এফসির ডেনিস বুয়াঙ্গা। তিন গোলের পাশাপাশি একটি গোল বানিয়েও দেন মেসি। ১৯টি গোলে সহায়তা করে...