নারী বিশ্বকাপে আরও একবার জয়ের কাছাকাছি গিয়ে হারল ভারত। এবার ইংল্যান্ডের কাছে জিততে জিততে হেরে গেছে হারমানপ্রীত করের দল। শেষ মুহুর্তের নাটকীয়তায় স্বাগতিকদের ৪ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ইংলিশরা। অন্যদিকে ভারত চলতি আসরে টানা তৃতীয় হারের মুখ দেখল। রোববার (১৯ অক্টোবর) নারী বিশ্বকাপের ২০তম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড। ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৪ রানের বেশি তুলতে পারেনি ভারত। ইংল্যান্ডের এই নাটকীয় জয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছে হেদার নাইট। ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন তিনি। ৯১ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। ইংলিশদের পক্ষে ফিফটি হাকিয়েছিলেন অ্যামি জোনস। ৬৮ বলে...