বাংলাদেশ সাঁতার ফেডারেশন কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ। সংস্থাটির নতুন অ্যাডহক কমিটি প্রথমবারের মতো আয়োজন করছে জাতীয় এই সাঁতার প্রতিযোগিতা। যার জন্য ফেডারেশন থেকে বাজেট ধরা হয়েছে প্রায় ৪২ লাখ টাকা। অথচ পুরস্কার হিসেবে স্বর্ণপদক জয়ী প্রতিযোগীদের দেয়া হবে মাত্র ২ হাজার টাকা। আগামীকাল সোমবার জাতীয় সাঁতার কমপ্লেক্সে শুরু হবে চারদিনব্যাপী ৩৪তম জাতীয় সাঁতার। যেখানে রৌপ্যজয়ী সাঁতারু পাবেন এক হাজার টাকা। আর ব্রোঞ্জ পদকজয়ীকে দেওয়া হবে মাত্র ৫০০ টাকা। জাতীয় পর্যায়ের একটি প্রতিযোগিতার প্রাইজমানি অনেকের কাছে তামাশা মনে হলেও ফেডারেশন কর্তাদের দাবী, নিকট অতীতে যেখানে কোন অর্থ পুরস্কার দেওয়া হতো না, সেখানে এটাই অনেক। প্রথম থেকে তৃতীয় হওয়া সাঁতারুদের জন্য অর্থ পুরস্কার হিসেবে বরাদ্দ করা হয়েছে মাত্র ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। কোন ইভেন্টে জাতীয় রেকর্ড হলে...