দেশের জল ও স্থল সীমান্ত নজরদারিতে ব্যবহার করা হবে আধুনিক প্রযুক্তি। ওই লক্ষে অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা যুক্ত করা হয়েছে। প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে মাদক, অস্ত্র, চোরাচালান, মানব পাচার, বিভিন্ন ধরনের অপরাধ ও রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এবং জলসীমায় এসব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি ও নিরাপত্তাবলয় গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি জোরদার করা হয়েছে দেশের অভ্যন্তরীণ জলসীমায় এবং সীমান্তজুড়ে টহল। ফলে এক মাসে সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশে বন্দি করে রাখা নারী ও শিশুসহ দুই শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবরুদ উদ্ধার করা হয়েছে আর ২০ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া উদ্ধার হয়েছে প্রতিবেশী দেশে পাচারের উদ্দেশ্যে বহন করা কয়েক কোটি টাকার ডাল, রসুন, পেঁয়াজসহ...