
দেশের ভূমি ব্যবস্থাপনায় চলছে এক ঐতিহাসিক পরিবর্তন—বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS) বা বাংলাদেশ ডিজিটাল ভূমি জরিপ। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই নতুন রেকর্ডিং ব্যবস্থার মাধ্যমে সরকার বলছে, “আগামী ১০০ বছরে আর নতুন করে রেকর্ড করার দরকার হবে না।” কিন্তু এই প্রক্রিয়াতেই এমন এক বিধান এসেছে, যার কারণে প্রকৃত মালিকরাও সামান্য ভুলের কারণে চিরতরে জমির মালিকানা হারাতে পারেন। সরকার এখন সম্পূর্ণভাবে ডিজিটাল ভূমি রেকর্ড তৈরি করছে—ড্রোন, জিপিএস, জিআইএস সফটওয়্যার ও স্যাটেলাইট ইমেজিং ব্যবহার করে প্রতিটি জমির সুনির্দিষ্ট পরিমাপ নেওয়া হচ্ছে। এই প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার সহায়তায় ইডিএলএমএস (Enhanced Digital Land Management System)-এর অধীনে পরিচালিত হচ্ছে। জমির মালিক অনলাইনে এক ক্লিকেই নিজের সম্পত্তি দেখতে পারবেন প্রতিটি মালিক পাবেন স্মার্ট প্রপার্টি কার্ড, যা ঠিক ব্যাংকের এটিএম কার্ডের মতো কাজ করবে কিংবা জমি উত্তরাধিকার সূত্রে পেলেও যথাযথ বন্টননামা...