বিপিএলের আগামী ৫ আসরের জন্য অর্থাৎ ১২তম আসর থেকে ১৬তম আসর/মৌসুম পর্যন্ত সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজির স্বত্ব বিক্রি করবে বিসিবি। আগ্রহী ক্রেতা হিসেবে ব্যবসায়িক সংস্থার বছরে অন্তত ১০০০ কোটি টাকা আয় থাকতে হবে। শুধু তাই নয়, অন্তত ১০০ কোটি টাকা বছরে বিপণন, ব্র্যান্ডিং এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতার খাতে খরচ করার প্রমাণ দেখাতে হবে। কোনো তামাক, বেটিং, মাদক, অ্যালকোহল পানীয় তৈরির প্রতিষ্ঠান এবং বিসিবি ও আইসিসির সঙ্গে এখনো নিষ্পত্তি না হওয়া বিরোধ থাকলে সেটা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রথম বছরে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে ২ কোটি টাকা, প্রতি বছর যেটা ১৫ শতাংশ করে বাড়বে। দল চালাতে ন্যূন্যতম খরচ ১২ কোটি টাকা। সঙ্গে দিতে হবে ১০ কোটি টাকার নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি, যেটার মেয়াদ থাকবে ৬ মাস। এই হচ্ছে আর্থিক শর্ত। বিনিময়ে ফ্র্যাঞ্চাইজিরা পাবে,...