
রাজধানীর মতিঝিলের ফকিরাপুল কোমর গলিতে পারিবারিক বিরোধের জেরে পালক ভাইয়ের ছুরিকাঘাতে বুলবুল আহমেদ রুবেল (৩৩) নামে এক অটোচালক নিহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। নিহতের ছেলে আলিফ আহমেদ অনিক জানান, তার বাবা মূলত মুন্সিগঞ্জে থাকতেন। ফকিরাপুল কোমর গলির বাসায় দাদি, ছোট চাচা ও অভিযুক্ত পালক চাচা রনি (৩৫) থাকতেন। তিনি বলেন, রনি ছোটোবেলায় দাদি তাকে পালক নেন। সে নেশা করতো, প্রায়ই বাসায়...