রুপালি গিটার ফেলে অনেক বছর আগেই চলে গেছেন দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি, গিটারের জাদুকর ও এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। তবু ভক্তদের হৃদয়ে এখনও তিনি প্রাণবন্ত। গানের কথার মতোই রুপালি গিটার ফেলে চলে গেছেন। মাত্র ৫৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যান্ড সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র। দেখতে দেখতে সেটাও হয়ে গেছে সাত বছর। তার সপ্তম মৃত্যুবার্ষিকীতে বন্ধু-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা আইয়ুব বাচ্চুকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়। বিভিন্নজন নানা রকম স্মৃতিকথা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সাধারণ ভক্ত থেকে তারকারাও শামিল হয়েছেন এই দলে। তবে সামাজিকমাধ্যম ফেসবুকে আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনার একটি পোস্ট নজর কেড়েছে সবার। একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘জীবন বড়ই বিচিত্র, সন্ধ্যা কাটে না, অথচ দিব্যি বছর ঘুরে বছর আসে। দেখতে দেখতে সাত বছর…।’ সত্যিই তো...