মাঠে বল গড়ানোর কিছুক্ষণের মধ্যেই লিভারপুলের জালে জড়াল বল। টানা তিন ম্যাচে হারের ধাক্কায় জর্জরিত দলটি অনেক চেষ্টার পর দ্বিতীয়ার্ধে পেল গোল। কিন্তু ব্যর্থতার গণ্ডি থেকে বের হতে পারল না তারা। উজ্জীবিত পারফরম্যান্সে দারুণ এক জয় তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। কয়েক বছর ধরেই নিজেদের খুঁজে ফিরছে ইউনাইটেড। বিপরীতে মৌসুমে দারুণ শুরুর পর হঠাৎ পথ হারিয়ে ফেলেছে লিভারপুল। ছন্দ খুঁজে ফেরা দল দুটিই রোববার প্রিমিয়ার লিগে দারুণ এক লড়াই উপহার দিয়েছে। জমজমাট লড়াই শেষে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রায়ান এমবুমোর গোলে পিছিয়ে পড়ার পর লিভারপুলকে সমতায় ফেরান কোডি হাকপো। এর কিছুক্ষণ পরই ব্যবধান গড়ে দেন হ্যারি ম্যাগুইয়ার। প্রায় এক দশকে প্রথমবার অ্যানফিল্ডে জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে হারল লিভারপুল। আট ম্যাচে চার জয়...