
পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে আগামী নির্বাচনে বিএনপির সিলেট বিভাগের সংসদ সদস্য হিসেবে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন দৈনিক আমার দেশের নিজস্ব প্রতিবেদক জাহিদুল ইসলাম। তাকে মারধরের পর তার মোবাইল ফোনটিও ভেঙে ফেলা হয় এবং তাকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে প্রতিবেদক জাহিদুল বলেন, বিএনপির কর্মসূচি কভার করতে রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে যান তিনি। বিকালে সিলেট বিভাগীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় হইচই শুরু হলে তিনি ভিডিও করতে গেলে কয়েকজন তাকে মারধর করে। তার ফোনটিও কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয় অভিযোগ করে তিনি বলেন, পরে সেখানে উপস্থিত অন্যান্য সাংবাদিক...