প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী শুভ ও কণ্ঠশিল্পী আরিয়ানা ইফতি এবার একসঙ্গে হাজির হচ্ছেন নতুন গান ‘পড়েছি তোর মায়ায়’ নিয়ে। গানটির গীতিকার ও সুরকার শুভ নিজেই, আর সংগীতায়োজন করেছেন অমিত কাউসার খান তূর্য। গানের মডেল হিসেবেও দেখা যাবে শুভ ও ইফতিকে।শুভ বলেন, ইফতির কণ্ঠ মিষ্টি, গভীর আর শ্রুতিমধুর। সে অসাধারণ গায়। আমি খুব মুগ্ধ। দর্শকও নিশ্চয়ই তার কণ্ঠে গানটি উপভোগ করবেন।তিনি আরও জানান, গানটির মিউজিক ভিডিও কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে শূট করা হয়েছে এবং...