
বিদেশে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন দেশের বহু তরুণ-তরুণী। উন্নত জীবনযাত্রা, ভালো কর্মসংস্থান ও শিক্ষার সুযোগের কারণে আমেরিকা এখনো অন্যতম গন্তব্য। এই স্বপ্ন পূরণের অন্যতম সুযোগ হিসেবে পরিচিত ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি। তবে ২০২৬ সালের ডিভি লটারিকে ঘিরে আসছে দুঃসংবাদ। নভেম্বরের ভিসা বুলেটিন অনুযায়ী, এশিয়ার দেশগুলোর তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশি নাগরিকরা এবার ডিভি লটারির জন্য আবেদন করতে পারবেন না। বাংলাদেশই একমাত্র নয়, উচ্চ অভিবাসন হারের কারণে ভারত, পাকিস্তান, চীন ও দক্ষিণ কোরিয়াকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, এশিয়ার ২৭টি দেশ ডিভি লটারিতে আবেদন করতে পারবে। এর মধ্যে রয়েছে—আফগানিস্তান, নেপাল, ভুটান, বার্মা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক,...