দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম. এনামউল্যা বলেছেন, “বাংলাদেশের শিক্ষানীতি হলো শিক্ষাকে সংকুচিত করা।” তিনি বলেন, “দেশের সব কিছুর বাজেট বাড়ে, যেখানে প্রয়োজন নেই বা সাশ্রয় করা সম্ভব, সেখানেও বরাদ্দ দেওয়া হয়। অথচ শিক্ষা খাতে বাজেট বরাবরই হতাশাজনক। সুবিধা বাড়ানোর বদলে বরং কমানো হয়েছে।” শনিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) আয়োজিত “Statistical Analysis, Thesis and Scientific Paper Writing” শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শফিকুল ইসলাম শিকদার, পরিসংখ্যান বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. এরফান আলী ও আইআরটি পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন। আজকের কর্মশালায় ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান অনুষদের স্নাতকোত্তর পর্যায়ের গবেষণারত শিক্ষার্থীরা অংশ...