সম্ভাবনাময়ী এক ক্রিকেটার হিসেবে আবির্ভাব হয়েছিল সাব্বির রহমানের। জাতীয় দলে ঢুকেছিলেন ‘হার্ডহিটার’ ব্যাটারের তকমা নিয়ে। শুরুর দিকে সেটির প্রমাণও রেখেছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সাব্বির মিলিয়ে গেছেন। মাঠের বাইরের বিতর্ক আর অফফর্ম মিলিয়ে সেই সম্ভাবনা অঙ্কুরেই হারিয়ে যায়। সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালের অক্টোবরে। এরপর যেন হারিয়ে যান সাব্বির। অনেক দিন ছিলেন না ঘরোয়া ক্রিকেটের আলোচনায়ও। গত বিপিএল দিয়ে আবারও আলোচনায় ফিরেছেন তিনি। এরপর ডিপিএল, এনসিএল টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে সেই সহজাত বাউন্ডারি হাঁকাতে দেখা গেছে সাব্বিরকে। এক সময়ের হার্ডহিটার ব্যাটার হিসেবে পরিচিত সাব্বিরের বয়স এখন ৩৩ বছর। আপাতত জাতীয় দলের রাডারের মধ্যেও নাই। তবে খুব দ্রুতই আবারও লাল-সবুজের জার্সি গায়ে জড়াবেন বলে আশা সাব্বিরের। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। জাতীয় দলে ফেরা...