রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী/ব্যক্তির মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সম্মানহানি এবং কোরআন পোড়ানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ৪ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। ১. ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আযোজন করা হোক এবং তদন্ত প্রতিবেদন সর্বসম্মতভাবে প্রকাশ করা হোক। ২. তদন্তক্রমে দোষী ঘোষিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে শাস্তিমূলক ব্যবস্থাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ৩. ঘটনার সাথে জড়িত ফেসবুক/সামাজিক যোগাযোগের আইডেন্টিটি (ফেক/রিয়েল) নিশ্চিত করার জন্য প্রশাসনিক ও প্রযুক্তিগত তদন্ত করা হোক এবং প্রয়োজনীয় হলে সামাজিক মাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে তথ্য বিনিময় করা হোক। ৪. বিগত সময়ে কয়েকটি হলে কুরআন পোড়ানোর ঘটনা এবং আল্লাহর রাসুল (সা.)-এর সম্মানহানির সাথে সম্পৃক্ত ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে এবং...