এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শাপলা পালের মৌলিক গান ‘তুমি এসো শিশির ভেজা পায়ে’। গানটি লিখেছেন তারেক আনন্দ এবং সুর করেছেন খায়রুল ওয়াসী। গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন বলে জানালেন শাপলা।গানটির মিউজিক অ্যারেজমেন্ট করছে সাউন্ড হ্যাকার। শাপলা পাল বলেন, তারেক আনন্দ ভাইয়ের লেখা অনেক গানই বিভিন্ন শিল্পীর কণ্ঠে দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তিনি আমার পছন্দের একজন গীতিকবি। তার লেখা এই গানটির প্রতিটি শব্দ আমার প্রিয়। আর ওয়াসী ভাইও কী যে ভীষণ ভীষণ মিষ্টি একটা সুর করেছেন। আমি মুগ্ধ। এই গীতিকবিতায় এর চেয়ে সুন্দর সুর আর হতে পারে না। যাইহোক অবশেষে গানটি প্রকাশের উদ্যোগ নিয়েছি। কিছুদিনের মধ্যেই ভিডিও করে গানটি দ্রুত আমার ইউটিউব চ্যানেলেই প্রকাশ করব। আমার খুব বিশ্বাস গানটি শ্রোতা দর্শকের ভালো লাগবে।শাপলা পাল ইউটিউব চ্যানেলে...