ফয়সাল আহমেদ ॥ মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। রবিবার ন্যাশভিলকে ৫-২ গোলে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। এই ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। আর তাতেই সেরা গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতে ইতিহাস গড়েছেন এলএমটেন। এদিকে সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। তবে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তার জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স। ম্যাচে আল ফাতেহকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর।অন্যদিকে বুন্দেস লিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে বায়ার্ন মিউনিখের জার্সিতে একটি গোল করেন হ্যারি কেন। এতে ক্লাব ফুটবলে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ইংলিশ তারকা। এদিকে লিয়েন্দ্রো ট্রোসার্ডের একমাত্র গোলে ফুলহ্যামকে হারিয়েছে আর্সেনাল। আর এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে এঞ্জো মারেসকার শিষ্যরা।...