পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামে বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে দারুণভাবে মিশন শুরু করে টাইগ্রেসরা। কিন্তু প্রথম লক্ষ্য পূরণের পর বিশাখাপত্তমে টানা চার ম্যাচ হারে নিগার সুলতানা জ্যোতির দল। ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে এবং সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে। এরমধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া করে মেয়েরা। নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে আজ লিগ-পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে। অন্যদিকে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ বাংলাদেশকে হারিয়েই নিতে চায় শ্রীলঙ্কা। মুম্বাইয়ের খেলা শুরু বিকেল সাড়ে তিনটায়।৫ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে বাংলাদেশ।...