গাজীপুরের মৌচাকে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সচেতন মুসলিম শিক্ষার্থীরা। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, “বাংলাদেশের মানুষ অপরাধের শিকার হচ্ছে। একজন শিশুকে ধর্ষণের মতো জঘন্য অপরাধের পরও প্রশাসন বিভিন্নভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।” মানববন্ধনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তারা দাবি করেন দ্রুত ও ন্যায্যভাবে বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী গাজীপুরের মৌচাক এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। মা-বাবা গার্মেন্টসে চাকরি করেন এবং মৌচাকে ভাড়া বাসায় বসবাস...