চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত প্রতিনিধিদের গ্যাজেট প্রকাশ করা হবে আগামী মঙ্গলবার (২১ অক্টোবর)। এছাড়া, তাদের শপথ গ্রহণ আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হবে। রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।আরো পড়ুন:‘ইতিহাসের পাতায়’ নাম লেখালেন ইতিহাসের তিন শিক্ষার্থীরাকসুতে পরাজিতদের মিলনমেলা, সম্প্রীতির ক্যাম্পাস গড়ার প্রত্যয় ‘ইতিহাসের পাতায়’ নাম লেখালেন ইতিহাসের তিন শিক্ষার্থী রাকসুতে পরাজিতদের মিলনমেলা, সম্প্রীতির ক্যাম্পাস গড়ার প্রত্যয় তিনি বলেন, “চাকসুর নির্বাচিতদের গ্যাজেট আগামী মঙ্গলবার প্রকাশিত হবে এবং তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে। হল সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণ পরবর্তীতে স্ব-স্ব হলে অনুষ্ঠিত হবে।” তিনি আরো বলেন, “গ্যাজেট প্রকাশের পর থেকেই নির্বাচিতদের দায়িত্বের সময় শুরু হবে। এরপর থেকে তারা চাকসুতে বসতে পারবেন। চাকসুতে...