জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নিহত জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্বও পালন করতেন। আজ সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে খুন হন জুবায়েদ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাবি শাখা ছাত্রদলের উদ্যোগে টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসির ডাস চত্বরের পাশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আরও পড়ুনজুলাই যোদ্ধাদের নিয়ে আমার বক্তব্য আংশিক কাট করা হয়েছে: সালাহউদ্দিনআমার ভাই খুন কেনো, ইন্টেরিম জবাব দে, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না,...