সিলেট বিভাগের দলীয় নেতা ও মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে বলার পাশাপাশি বিভেদ-বিতর্ক নিয়ে সতর্ক করা হয়েছে। রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৈঠক হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে। বৈঠকে বিএনপি মহাসচিব প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তুলে ধরেন। বৈঠকের পর সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসচিব সিলেট বিভাগের নেতৃবৃন্দ ও মনোনয়নপ্রত্যাশীদের ডেকেছিলেন। তিনি সকলকে নির্বাচনি এলাকায় ধানের শীষের পক্ষে প্রচার চালাতে বলেছেন। এই কাজে কোনো প্রকার বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করলে তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে।” মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা তাদের দিয়েছেন জানিয়ে কাইয়ুম চৌধুরী বলেন, “যাচাই-বাছাই করে একক প্রার্থী যাকে করা হবে তার পক্ষে সকলকে কাজ করতে হবে...